প্রথম পাতা খেলা শিক্ষক দিবসে গ্রেগ চ্যাপেলকেও শ্রদ্ধা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

শিক্ষক দিবসে গ্রেগ চ্যাপেলকেও শ্রদ্ধা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

423 views
A+A-
Reset

কলকাতা: শিক্ষক দিবস উপলক্ষে নিজের সমস্ত কোচকে ধন্যবাদ জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

নিজের ক্রিকেট কেরিয়ারে কোচদের অবদানের কথা স্মরণ করেই এই বিশেষ দিনটিতে তাঁদের সম্মান জানালেন ‘মহারাজ’। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়া বিভিন্ন কোচের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন তিনি, যাঁদের মধ্যে গ্রেগ চ্যাপেলও (Greg Chappell) রয়েছেন।

সৌরভ-গ্রেগ দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের একটি স্মরণীয় অধ্যায়। গ্রেগ কোচ থাকাকালীন সমস্ত ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্ব হারাতে হয় সৌরভকে। এ ছাড়াও দীর্ঘ সময়ের জন্য ভারতীয় দল থেকে বাদও পড়েছিলেন তিনি। ফলে ‘শিক্ষকে’র সঙ্গে তীব্র মতবিরোধের পরও তাঁকে সম্মান জানানোয় অনেকের কাছেই প্রশংসা কুড়োলেন ‘প্রিন্স অব ক্যালকাটা’।

শিক্ষক দিবসের জন্য একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন সৌরভ। সেই ভিডিওর মাধ্যমে তিনি নিজের জীবনে নানা শিক্ষকের ভূমিকার কথা তুলে ধরেছেন। যেখানে উঠে এসেছে গ্রেগ চ্যাপেল অধ্যায়ও। সৌরভ বলেছেন, “ওই সময়ে আমাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আমার আশেপাশে যা ঘটছিল, তাতে আমার মানসিক এবং শারীরিক শক্তি আরও বেড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল ১৯ বছরের তরুণ হিসাবে জীবন শুরু করছি। তারপরে দলে ফিরে আসার লড়াই করেছি”।

শিক্ষক দিবস সম্পর্কিত আরও একটি প্রতিবেদন পড়ুন এখানে: শিক্ষক দিবসে প্রণাম

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.