Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১২ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ ইডেনে, চলবে অতিরিক্ত মেট্রো - NewsOnly24

১২ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ ইডেনে, চলবে অতিরিক্ত মেট্রো

কলকাতা: আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের ম্যাচ। আর সেই ম্যাচের প্রস্তুতি চলছে জোরকদমে। খেলা দেখতে আসা দর্শকদের যাতে বাড়ি ফিরতে কোনো সমস্যা না হয়, তার জন্য় বিশেষ ব্যবস্থা নিয়ে ফেলেছে কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২ জানুয়ারি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় আপ এবং ডাউনে মোট দু’টি মেট্রো ছাড়বে। একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। অন্যটি যাবে কবি সুভাষ স্টেশন পর্যন্ত। এসপ্ল্যানেড স্টেশনে খোলা থাকবে টিকিট কাউন্টার। সেখান থেকে টোকেনের পাশাপাশি স্মার্ট কার্ডও মিলবে। যাত্রাপথে সব স্টেশনেই দাঁড়াবে মেট্রো দু’টি।

জানা গিয়েছে, মেট্রো দু’টি আবার এসপ্ল্যানেড স্টেশনে ফিরে আসবে রাত ১১টা ৩ মিনিটে। অন্যান্য দিন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ১০টায়।

Related posts

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি

মেসি-ইস্যুতে বড় মোড়: মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, ‘টিকিটের টাকা ফেরত দেওয়া’ হবে মুচলেকা মূল

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ব্যথিত মুখ্যমন্ত্রী, ফুটবল-তারকা ও সমর্থকদের কাছে ক্ষমা; অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি