পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। আর সেইসঙ্গে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল তারা। আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার কার্যত সেমিফাইনাল খেলতে নেমেছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য খেলা কমে ৪২ ওভারে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে পাকিস্তান। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিততে শ্রীলঙ্কারও দরকার ছিল ২৫২ রান। টান টান ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। রবিবার কলম্বোর এই মাঠেই রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে নামবেন দাসুন শনাকারা।

গত বছর এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এবারও কি ঘরের মাঠে কাপ জিতবে গতবারের চ্যাম্পিয়নরা? নাকি সর্বোচ্চ অষ্ঠমবার এশিয়া কাপ জিতে নতুন নজির গড়বে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে