Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুরু হল এস এস পি চৌরাসিয়া আমন্ত্রণমূলক গল্ফ প্রতিযোগিতা - NewsOnly24

শুরু হল এস এস পি চৌরাসিয়া আমন্ত্রণমূলক গল্ফ প্রতিযোগিতা

সাধনা দাস বসু : ১৪ থেকে ১৭ ডিসেম্বর রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এস এস পি চৌরাসিয়া আমন্ত্রনমূলক প্রতিযোগিতা ( S.S.P. Chowrasia Invitational 2022 )। TAKE Sports এবং TATA Steel Professional Golf Tour of India – PGTI যৌথভাবে , ভারতীয় গল্ফের কিংবদন্তি শিব শংকর প্রসাদ চৌরাসিয়াকে সম্মান জানাতে চালু করল এই প্রতিযোগিতা। জীব মিলখা সিংয়ের পরে এস এস পি চৌরাসিয়া হলেন দ্বিতীয় ভারতীয় পেশাদার গলফার যার সম্মানে একটি পিজিটিআই ইভেন্টের নামকরণ করা হল।

প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি টাকা। ১২৬ জন পেশাদার খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শিব শংকর প্রসাদ চৌরাসিয়া , অনির্বাণ লাহিড়ী , গগনজিৎ ভুল্লর , রশিদ খান , অজিতেশ সান্ধু , বিরাজ মাদপ্পা , বীর আহলাওয়াত , করণদীপ কোচর , চিক্কারঙ্গপ্পা , উদয়ন মানে , যুবরাজ সিং , মনু গন্ডাস প্রমুখ। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার মিঠুন পেরেরা , এন থঙ্গারাজা , অনুরা রোহানা , বাংলাদেশের জামাল হোসেন , বাদল হোসেন , মহম্মদ আকবর হোসেন এবং নেপালের শুক্রা বাহাদুর রাই।

এই উপলক্ষে ১৩ ডিসেম্বর মঙ্গলবার , রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিব শংকর প্রসাদ চৌরাসিয়া , টেক সলিউশনস লিমিটেডের অধিকর্তা এবং PGTI এর যুগ্ম সভাপতি শ্রীনিবাসন এইচ আর , PGTI এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক উত্তম সিং মান্ডি , গলফার মনু গন্ডাস , RCGC র অধিনায়ক রোহন ঘোষ প্রমুখ।

আরও পড়ুন: কাতারেই শেষ বিশ্বকাপ! অবসর নিচ্ছেন লিওনেল মেসি

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি