অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

কলকাতা: আগামী ৬ জুন শেষ ম্যাচ খেলতে নামবেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার ভিডিয়ো বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।

আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। ভারতীয় দলের অধিনায়কের ঘোষণা মতো, সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ।

এ দিন সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন সুনীল। তিনি বলেন, “একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব না। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।”

প্রসঙ্গত, ২০০৫ সালের জুন মাসে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন সুনীল ছেত্রী। সেই শুরু, তারপর একে একে মনে রাখার মতো ম্যাচ উপহার দিয়েছেন তিনি ভারতীয় ফুটবল মহলকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে