Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নারিন-ম্যাজিক! দিল্লিকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরল কেকেআর - NewsOnly24

নারিন-ম্যাজিক! দিল্লিকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরল কেকেআর

তিন ম্যাচ হারের পর অবশেষে আইপিএলে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার ১৪ রানে দিল্লি ক্যাপিটালসকে হারাল কেকেআর। এই জয়ে প্লে-অফের লড়াইয়ে খাতায়কলমে এখনও টিকে থাকল নাইটরা।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি। ব্যাট হাতে শুরুটা ভালোই করে কেকেআর। ওপেনিং জুটিতে নারিন ও গুরবাজ তোলেন ৪৮ রান। গুরবাজ করেন ২৬, নারিন ১৬ বলে ২৭। এরপর রাহানে ও ভেঙ্কটেশ দ্রুত আউট হলে চাপ বাড়ে নাইটদের ওপর। সেই চাপ কাটাতে রিঙ্কু ও অংকৃষ গড়েন ৬১ রানের পার্টনারশিপ। রিঙ্কুর ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬, অংকৃষ করেন ৩২ বলে ৪২ রান। শেষদিকে রাসেল মাত্র ৯ বলে করেন ১৭ রান। সব মিলিয়ে কেকেআরের স্কোর দাঁড়ায় ২০৪।

জবাবে দিল্লির শুরুটা ছিল হতাশাজনক। অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল—সব ব্যর্থ। একা লড়াই চালান ফ্যাফ ডুপ্লেসিস। অক্ষর প্যাটেলকে নিয়ে কিছুটা আশা দেখান তিনি। তবে নারিন সেই জুটি ভেঙে দিলে ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং। স্টাবস, আশুতোষ, স্টার্কও বেশি কিছু করতে পারেননি। ভিপ্রাজ শেষদিকে চেষ্টা করলেও জয় আটকে রাখতে পারেননি।

এই জয়ের ফলে ১০ ম্যাচে কেকেআরের পয়েন্ট ৯। এখনও প্লে-অফে ওঠার সম্ভাবনা টিকে রয়েছে, তবে বাকি সব ম্যাচ জিততেই হবে নাইটদের।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি