চেন্নাইকে উড়িয়ে তিনে উঠল কেকেআর, নারিন ঝড়ে ঘুরে দাঁড়াল নাইটরা

আইপিএলে জোর ধাক্কার পর ঘুরে দাঁড়াল কেকেআর। চিপকে চেন্নাই সুপার কিংসকে কার্যত উড়িয়ে ৮ উইকেটে জয় পেল নাইট রাইডার্স। তাও ম্যাচ শেষ করল ৯ ওভার হাতে রেখেই। ব্যাটে-বলে ম্যাচের নায়ক সুনীল নারিন। চেন্নাই প্রথমে ব্যাট করে গুটিয়ে গেল মাত্র ১০৩ রানে—চিপকের মাঠে তাদের সবচেয়ে কম রানের লজ্জার নজির।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। শুরুতেই মইন আলি ফেরান ডেভন কনওয়েকে। এরপর হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী আর নারিনের স্পিনে ধসে পড়ে সিএসকের ব্যাটিং। ধোনি পর্যন্ত রান পান মাত্র ১। নারিন নেন ৩টি, হর্ষিত ও বরুণ নেন ২টি করে উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে কেকেআর। নারিন ১৮ বলে ৪৪ রান করেন ৫টি ছয়ের সাহায্যে। পাশে ছিলেন ডি’কক, রাহানে ও রিঙ্কু। কোনও চাপ ছাড়াই সহজ জয়ে ফিরে আসে নাইটরা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এল লিগ টেবিলের তিন নম্বরে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে