Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৃষ্টিকে বিদায় জানিয়ে এল হেমন্ত! দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন, উত্তরে সকালে হালকা কুয়াশা - NewsOnly24

বৃষ্টিকে বিদায় জানিয়ে এল হেমন্ত! দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন, উত্তরে সকালে হালকা কুয়াশা

বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে আবারও ফিরল রোদের হাসি। দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, বরং পরপর আগামী পাঁচ দিন রৌদ্রোজ্জ্বল দিন কাটাতে চলেছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর দিক থেকে আসা শুষ্ক হাওয়ার প্রভাবে দিনে খানিকটা গরম আর রাতে মনোরম ঠান্ডা হাওয়া বইবে।

কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মেদিনীপুর— সর্বত্রই সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার। দুপুরে সূর্যের তেজ কিছুটা বাড়লেও বিকেল নামলেই তাপমাত্রা দ্রুত নামবে। আবহাওয়াবিদদের মতে, এটাই শরতের স্বাভাবিক ছন্দ — দিনে রোদ, রাতে হালকা শীতের অনুভূতি।

অন্যদিকে, উত্তরবঙ্গে সকাল সকাল নামবে কুয়াশার চাদর। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ে বিকেলে কিছুটা মেঘ জমলেও, রাতভর ও ভোরের দিকে থাকবে পরিস্কার ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কোথাও কোথাও সেই মেঘ থেকে হালকা দু’এক ফোঁটা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের এক আধিকারিক বলেন,

“বর্তমানে রাজ্যে বৃষ্টিবাহী কোনও সিস্টেম সক্রিয় নেই। ফলে আগামী কয়েক দিন বৃষ্টি থেকে মুক্তি মিলছে। তবে উত্তুরে হাওয়া জোরাল হলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”

এই সময়ে পাহাড়ে পর্যটনের জন্য আবহাওয়া আদর্শ বলেই মনে করছেন পর্যটন দফতরের আধিকারিকরা। সমতল থেকে পাহাড়— সর্বত্রই এখন স্বস্তির আমেজ।

Related posts

WPL 2026 নিলামে জ্যাকপট জিতলেন দীপ্তি শর্মা, আগের চেয়ে বেশি টাকা নিয়ে ফিরলেন উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সে

ঘরের মাটিতে ভারতের ভরাডুবি! ৪০৮ রানে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ক্লিন সুইপ

বিয়ের আসরে অঘটন! হৃদ্‌রোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান