রবিবার আইপিএলের এবারের মরসুমে শেষ ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে কার্যত ল্যাজেগোবরে হয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। ২৭৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায় নাইটরা। ফল, ১১০ রানে হার এবং টুর্নামেন্ট থেকে বিদায়।
প্রথমে ব্যাট করে সানরাইজ়ার্স তুলল ২৭৮/৩—যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলগত স্কোর। উল্লেখযোগ্যভাবে, সর্বোচ্চ চারটি স্কোরই এবার হায়দরাবাদের ঝুলিতে। দু’মাস আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তারা করেছিল ২৮৬/৬। আরসিবির বিরুদ্ধে তুলেছিল সর্বোচ্চ ২৮৭/৩। এবার কলকাতার বিরুদ্ধে তৃতীয়বারের মতো দান মারল।
ব্যক্তিগত নজিরও গড়লেন হেনরিখ ক্লাসেন। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত ১০৫ রানে। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৯টি ছয়। এটি আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেইল (৩০ বলে), দ্বিতীয় স্থানে বৈভব সূর্যবংশী (৩৫ বলে), তারপরেই ক্লাসেন।
জবাবে খেলতে নেমে কেকেআরের একটিও হাফসেঞ্চুরি এল না। বল হাতে তাণ্ডব চালালেন মালিঙ্গা (৩–৩১), হর্ষ দুবে (৩–৩৪) ও জয়দেব উনাদকট (৩–২৪)। এই হার কেকেআরের জন্য শুধু বড় ব্যবধানে হার নয়, বরং টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার দুঃখজনক অধ্যায়। এখন নজর ২০২৬-এর দিকে।