নয়াদিল্লি: কুস্তিগির বিনেশ ফোগাট এবং অন্য নামী কুস্তিগিররা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার এ ব্যাপারে পুলিশের প্রতিক্রিয়া জানতে চাইল সর্বোচ্চ আদালত।
ফেডারেশন প্রধানের বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর দায়েরের ক্ষেত্রে ঢিলেমির কথা উল্লেখ করেছেন প্রতিবাদী কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন তাঁরা। সেই আবেদনের প্রেক্ষিতেই ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের প্রতিক্রিয়া চেয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ফের ধর্নায় বসেছেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷
ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দাখিল করা হয়নি। এ ব্যাপারে দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা।