ধারাবাহিকতা ধরে রাখলেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও চেনা মেজাজে তিনি। সিডনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭৯ রান তুলে নিল ভারতীয় দল।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বেড়ে যাওয়া মনোবলের ছবিটা ধরা পড়ল।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটার রোহিতের দিকে এই ম্যাচে বিশেষ নজর ছিল। তিনি হতাশ করেননি। রোহিত শর্মা ৩৯ বলে ৫৩ রান করে আউট হওয়ার পর বাকিটা সময় ক্রিজে রাজত্ব করলেন বিরাট কোহলি (৬২) ও সূর্য কুমার যাদব (৫১)। দু’জনেই অপরাজিত অর্ধ শতরানের ইনিংস খেলেছেন।
তবে টিম ম্যানেজমেন্টের কাছে কাঁটা হয়ে থাকল লোকেশ রাহুলের ফর্ম। প্রথম ম্যাচের পর এ দিনও ব্যর্থ ভারতের এই ওপেনার। ১২ বলে ৯ রান করে তিনি ভ্যান মেকেরেনের বলে এলবিডব্লিউ আউট হন। এখন দেখার পরের ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন ঘটায় কিনা টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থের ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান সিএবি-র, জীবনকৃতির তালিকার সম্বরণ বন্দ্যোপাধ্যায়