এজবাস্টনে এখনও অবধি কোনও টেস্ট জেতেনি ভারত। কিন্তু এবার সেই অজেয় দুর্গে জয়ের হাতছানি দিচ্ছেন শুভমান গিলরা। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭২। জয়ের জন্য তাদের দরকার ৫৩৬ রান, ভারতের প্রয়োজন মাত্র ৭ উইকেট।
ভারতের হয়ে ম্যাচে দাপটের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও করলেন দুর্দান্ত ১৬১। তাঁর ব্যাটে ভর করেই ভারত দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ৪২৭ রানে ডিক্লেয়ার করে। সঙ্গে দুরন্ত সঙ্গত করেন ঋষভ পন্থ (৬৫) ও রবীন্দ্র জাদেজা (৬৯*)।
এরপর বোলিংয়ে ঝাঁপিয়ে পড়েন সিরাজ-আকাশ দীপরা। ক্রলি, ডাকেট ও রুটের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলেন তাঁরা। ক্রিজে এখনও টিকে আছেন অলি পোপ (২৪) ও হ্যারি ব্রুক (১৫)।
তবে ভারতের জয়ের পথে একমাত্র বাধা হতে পারে এজবাস্টনের আকাশ। পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবুও এই ম্যাচে ভারত ইতিহাস লিখতে পারে বলেই আশাবাদী সমর্থকরা। এখন দেখার, রবিবার সেই মাহেন্দ্রক্ষণ আসে কি না।