Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাংলাদেশ সফর বাতিলের মুখে, কূটনৈতিক টানাপোড়েনের জেরে ভারতীয় দলের না যাওয়ার সম্ভাবনা - NewsOnly24

বাংলাদেশ সফর বাতিলের মুখে, কূটনৈতিক টানাপোড়েনের জেরে ভারতীয় দলের না যাওয়ার সম্ভাবনা

কূটনৈতিক উত্তেজনার আবহে বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট দল। সূত্রের খবর, আগামী অগস্টে নির্ধারিত ৬ ম্যাচের সাদা বলের সিরিজে ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। কেন্দ্রীয় সরকারের পরামর্শে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই সফর স্থগিত রাখছে বলে জানানো হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে বাণিজ্যিক টানাপড়েন চলছে। ১৭ মে ভারত সরকার ঘোষণা করে, বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (ICP)-এর মাধ্যমে আমদানি করা যাবে না। এই সিদ্ধান্তের আগে, বাংলাদেশ এপ্রিল মাসে ভারতীয় পণ্যের উপর একই রকম নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এক সরকারি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থিতিশীল। কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত সরকার বিসিসিআই-কে এই সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।”

এই সফরের বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই-এর তরফে কোনও সরকারি ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের এই বাংলাদেশ সফরের পরিকল্পনা করা হয়েছিল। সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে শুরু হয়ে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল।

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় টেস্ট দল। সেখানকার পাঁচ ম্যাচের সিরিজ আগস্টের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা। তার পরই বাংলাদেশের সফরে যাওয়ার কথা ছিল রোহিতদের। সফর বাতিল হলে, তা দুই দলের প্রস্তুতিতেই ধাক্কা দিতে পারে।

অক্টোবর মাসে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ খেলবে বলে জানা গিয়েছে।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি