বিনেশ ফোগাটকে নিয়ে অভিনব প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়েছেন কুস্তিগির বিনেশ ফোগাট। চূড়ান্ত পর্যায়ে এসে তাঁর এই বাদ পড়া নিয়ে দেশের ক্রীড়ামহল এবং রাজনীতি যখন আলোড়িত, তখন কেন্দ্রের শাসকদল এবং বিরোধীদের একটি প্রস্তাব দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একযোগে কেন্দ্র ও বিরোধী রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানালেন বিনেশের পাশে থেকে সহমতে পৌঁছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার।

অভিষেক চাইছেন, হয় ভিনেশকে ভারতরত্ন দেওয়া হোক, নয়তো রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করে তাঁকে সংসদে পাঠানো হোক। যে সিদ্ধান্তই নেওয়া হোক তা কেন্দ্র ও বিরোধী দলগুলি মিলে সিদ্ধান্তে উপনীত হোক, চান অভিষেক।

অভিষেক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এটাও লিখেছেন, ‘‘এটাই হবে বিনেশের প্রতি সবচেয়ে কম করতে পারা। তিনি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তার জন্য কোনও পদকই যথেষ্ট নয়।’’ রাজনৈতিক মহলের অনেকের মতে, অভিষেকের প্রস্তাবে চাপে পড়বে বিজেপি। তা ছাড়া বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ভুক্ত দলগুলিও তাঁর প্রস্তাবকে অস্বীকার করতে পারবে না।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে