Tokyo Paralympics : শুটিংয়ে সোনা জিতে ইতিহাস অবনী

ডেস্ক: টোকিও প্যারালিম্পিক থেকে প্রথম সোনা জিতল ভারত। মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে বিশ্ব রেকর্ড ধরে ইতিহাস রচনা করলেন অবনী লেখারা। তাঁর এই কৃতিত্ব মহিলাদের এয়ার রাইফেল শ্যুটিংয়ের Rank-2-তে বিশ্ব রেকর্ডও বটে। কারণ ২৪৯.৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন লেখারা। যা রেকর্ড প্যারালিম্পিক্সে।


অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘অলৌলিক সাফল্য। কঠিন লড়াইয়ের পর যোগ্য হিসেবে আপনি সোনা জিতেছেন। পরিশ্রম আর শ্যুটিংয়ের প্রতি ভালবাসার জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতীয় ক্রীড়াজগতের এ এক বিশেষ মুহূর্ত। ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা।’

আরও পড়ুন: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ


মাত্র ১৯ বছর বয়সে সোনা জয় করল অবনী। এ বারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা এল ভারতের। অবনীর জয়ের পরই প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইটে লেখেন, ‘সোনার দিন। শ্যুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা অবশ্যই সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যিনি সোনা জিতেছেন।’

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে