Tokyo Paralympics: ব্যাডমিন্টনে স্বর্ণপদক প্রমোদ ভগতের

ডেস্ক: দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ভারতের। দেশের প্রত্যাশা পূরণ করলেন তিনি। ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে (এসএল-৩) চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক গলায় ঝোলালেন ভারতীয় শাটলার। স্ট্রেট সেটে হারালেন ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে। এর ফলে চতুর্থ সোনার পদকটিও এসে গেল ভারতের ঝুলিতে। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন আরেক ভারতীয় শাটলার মনোজ সরকার।


এদিন ম্যাচের শুরু থেকেই ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন প্রমোদ। প্রথম সেটটি জিতে নেন ২১-১৪ ফলে। এরপর দ্বিতীয় সেটেও ছবিটা ছিল একইরকম। ওই সেটটি তিনি জিতে নেন ২১-১৭ ফলে। এই নিয়ে এদিনের দ্বিতীয় সোনার পদকটি এল ভারতের ঝুলিতে।

আরও পড়ুন: টোকিও প্যারালিম্পিক্সের আজ একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত


টোকিও প্যারালিম্পিক্স থেকে ভারত এই নিয়ে মোট ৪টি সোনা জেতে। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ায় ১৭। ৪টি সোনা ছাড়া ভারত ৭টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে। মেডেল তালিকায় ভারত একলাফে উঠে আসে ২৫ নম্বরে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে