প্রথম পাতা খেলা ইংল্যান্ড সফরে করোনা আক্রান্ত ২ ভারতীয় ক্রিকেটার

ইংল্যান্ড সফরে করোনা আক্রান্ত ২ ভারতীয় ক্রিকেটার

270 views
A+A-
Reset

ডেস্ক: টেস্ট সিরিজ শুরুতেই ধাক্কা, ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ২জনের করোনা ধরা পড়েছে বলে জানা গিয়েছে ৷ ২৩ জন ভারতীয় ক্রিকেটরের মধ্যে দু’জন Covid পজিটিভ। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তাঁরা। সম্ভবত তাঁদের ছাড়াই বৃহস্পতিবার ডারহ্যামের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় ক্রিকেট দলের বাকি সদস্যরা। 


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর মাঝের অনেকটা সময় এখন ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ এরপর শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সূত্রে খবর, সংক্রমিত একজনের করোনা রিপোর্ট ইতিমধ্য়ে নেগেটিভ এসেছে। অন্যজন উপসর্গহীন এবং বর্তমানে  আইসোলেশনে রয়েছেন। ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্তের কথা উল্লেখ করে সম্প্রতি ভারতীয় দলকে সতর্ক বার্তা দিয়েছিলেন BCCI-এর সেক্রেটারি জয় শাহ।

আরও পড়ুন: প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যশপাল শর্মা


বিসিসিআই-এর পক্ষ থেকে ভারতীয় দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আগামী তিনদিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, সবাই করোনা আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসেন। পরিকল্পনা অনুযায়ী, করোনা পজিটিভ হওয়া ক্রিকেটার ছাড়া ভারতীয় দলের বাকি সবাই ডারহামে যাবেন। যাঁদের কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন, তাঁরা দলের বাকিদের থেকে আলাদা থাকবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.