প্রথম পাতা খেলা রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৯

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৯

334 views
A+A-
Reset

ডেস্ক: পুজো পরবর্তী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯৮৯ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। কমেছে দৈনিক মৃত্যু। একদিনে করোনার বলি রাজ্যের ১০ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৫৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০৫৫। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৯ হাজার ৫১৮ জন।

আরও পড়ুন: ক্ষত নিয়ে বেঁচে আছি, আমি জীবন্ত লাশ : মমতা


কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৭৩ (২৬৮)। উত্তর ২৪ পরগনায় ১৪৬ (১৪৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৮৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৮৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.