কলকাতা: রবিবার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ২০২৩ বিশ্বকাপে ভারতের অষ্টম ম্যাচে এই সেঞ্চুরির সুবাদে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান করে ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকারের রেকর্ড।
এ বারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তবে তিন বার ফিরে গিয়েছেন শতরানের দোরগড়া থেকে। এর পর ৩৫তম জন্মদিনে বড়ো উপহার দিলেন বিরাট। এক দিনের ম্যাচে নিজের কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি করলেন তিনি।
এ দিন কোহলি শতরান পূর্ণ হল ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকলেন ১২১ বলে ১০১ রান করে। এক দিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরান পূর্ণ হতেই দাঁড়িয়ে অভিনন্দন জানাল ইডেনের ৬৭ হাজারের গ্যালারি।
প্রসঙ্গত, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ভারত। ৭৭ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এছাড়া শুরুতে মারকাটারি ৪০ রান করেন রোহিত শর্মা। শেষের দিকে ঝোড়ো ২৯ রান করেন রবীন্দ্র জাদেজা ও ২২ করেন সূর্যকুমার যাদব।