প্রথম পাতা খেলা ছন্দে বিরাট! দেশের মাঠে সেঞ্চুরিতে ছুঁয়ে ফেললেন সচিনকে

ছন্দে বিরাট! দেশের মাঠে সেঞ্চুরিতে ছুঁয়ে ফেললেন সচিনকে

323 views
A+A-
Reset

নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলতে নেমে আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। দেশের মাঠে সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে!

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮০ বলে শতরান করলেন বিরাট। বিরাটের ইনিংস শেষ হয় ৮৭ বলে ১১৩ রান করে। রাজিথার বলে কুশল মেন্ডিসের হাতে আউট হন তিনি। তাঁর মারা কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিকের দাপটে দিশেহারা হয়ে গেলেন শ্রীলঙ্কার বোলাররা। যদিও এই ইনিংসে দু’বার তাঁর সহজ ক্যাচ ফেলল শ্রীলঙ্কা।

উল্লেখযোগ্য ভাবে, দেশের মাটিতে একদিনের ক্রিকেটে বিরাট স্পর্শ করলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দেশের মাঠে সচিনের সেঞ্চুরির সংখ্যা ২০। মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে সচিনের সঙ্গে একই তালিকায় নাম লেখালেন বিরাট।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম শতরান করে ফেললেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান করে ফেললেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.