Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি - NewsOnly24

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি

রবিবাসরীয় সন্ধ্যায় বাণিজ্যনগরী মুম্বই সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক বিরলতম মুহূর্তের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে ধরা দিলেন দুই ‘গোট’—লিয়োনেল মেসি ও শচীন তেণ্ডুলকর। ফুটবল ও ক্রিকেটের দুই মহীরুহের মিলনে ক্রীড়াদুনিয়া দেখল এক অনন্য মেলবন্ধন। পৃথক মেরুর দুই কিংবদন্তিকে এক ফ্রেমে এনে দিল ওয়াংখেড়ে—আর তা দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। এমন দৃশ্য আগে কখনও ভারতীয় ক্রীড়া ইতিহাসে দেখা যায়নি বলেই মত বিশেষজ্ঞদের।

রবিবার ‘গোট কনসার্ট’-এর শুরুতে ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে সুনীল ছেত্রী হেডে গোল করে গ্যালারিতে রোমাঞ্চ ছড়ান। এরপর পেনাল্টি নেন লিয়োনেল মেসি। নিখুঁত শটে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। রোমাঞ্চ এখানেই থামেনি—এরপর মেসি বল নিয়ে শট নিলে তা সোজা উঠে যায় দোতলার গ্যালারিতে। বারবার দর্শকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান আর্জেন্টিনীয় রাজপুত্র। গোটা সময়জুড়ে তাঁকে দেখা যায় খোশমেজাজে। তাঁর সঙ্গে সমানতালে উচ্ছ্বাসে মাতান রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজও।

এরপর মাঠে নামেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেণ্ডুলকর। ওয়াংখেড়েতে ক্রিকেট ঈশ্বরকে দেখেই আবারও গর্জে ওঠে গ্যালারি। শচীন মেসির হাতে তুলে দেন নিজের সই করা ১০ নম্বর জার্সি। জবাবে মেসি শচীনকে উপহার দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্মারক বল। সেই মুহূর্তে তাঁদের হাতে ছিল ভারতের পতাকা। সুয়ারেজের হাতে উরুগুয়ের পতাকা, আর ডি পলের হাতে আর্জেন্টিনার পতাকা—দৃশ্যটি যেন বিশ্বক্রীড়ার এক মিলনমেলা।

এর আগেই মেসি নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন সুনীল ছেত্রীকে। ইন্ডিয়া স্টার্স ও মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন তিনি। উপস্থিত ছিলেন নিখিল পূজারি, রাহুল ভেকে, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা। মাঠে হাজির ছিলেন অজয় দেবগণ, টাইগার শ্রফ-সহ বলিউডের একাধিক তারকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সস্ত্রীক ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন। মাঠের পাশে তৈরি বিশাল তাঁবুতে ভিআইপিরা আসন নেন, আর মাঠের মাঝখানে ছিল বড় স্টেজ।

মেসি যখন গোটা মাঠ পরিদর্শন করেন, তখন তাঁর ধারেকাছে কাউকে যেতে দেওয়া হয়নি। শৃঙ্খলা ও আয়োজনের নিখুঁত সমন্বয়ে ওয়াংখেড়েতেও মেসির ‘গোট কনসার্ট’ হয়ে উঠল সুপারডুপার হিট। এক সন্ধ্যায় দুই ‘গোট’-এর সাক্ষাতে ভারতীয় ক্রীড়া ইতিহাসে যোগ হল এক স্বর্ণাক্ষরিত অধ্যায়।

Related posts

মেসি-ইস্যুতে বড় মোড়: মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, ‘টিকিটের টাকা ফেরত দেওয়া’ হবে মুচলেকা মূল

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ব্যথিত মুখ্যমন্ত্রী, ফুটবল-তারকা ও সমর্থকদের কাছে ক্ষমা; অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি

১৪ বছর পর কলকাতায় লিয়োনেল মেসি! বিমানবন্দরে জনসমুদ্র, ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’-র শুরু শহরেই, আর কী কর্মসূচি রয়েছে?