দীর্ঘ জটিলতার অবসান, প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল

দীর্ঘ ১১৭ দিনের অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। চলতি বছরের ২৭ এপ্রিল পরীক্ষা হয়েছিল। সংরক্ষণ সংক্রান্ত মামলায় আইনি জটিলতায় দীর্ঘদিন ফলপ্রকাশ আটকে থাকার পর সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। তার পরই জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড বৃহস্পতিবার (২২ অগস্ট) ফল প্রকাশ করে।

এ বারের পরীক্ষায় সাফল্যের শীর্ষে রয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় হয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে ফলপ্রকাশের পর প্রতিক্রিয়ায় লিখেছেন,
“রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাঁদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন। যাঁরা প্রত্যাশিত ফল পাননি, তাঁরা যেন হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি নেন। আইনি জটিলতার কারণে এ বার দেরি হলেও আমি বিশ্বাস করি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”

জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা বোর্ডের দু’টি সরকারি ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে নিজেদের র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।

চলতি বছরের ৫ জুন ফলপ্রকাশের প্রস্তুতি সেরে রেখেছিল বোর্ড। তবে ওবিসি সংরক্ষণ মামলা সংক্রান্ত হাই কোর্টের নির্দেশে ফলপ্রকাশে জটিলতা তৈরি হয়। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই জটিলতার অবসান ঘটল।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে