উইম্বলডনে জোকোভিচকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন আলকারাজ

রবিবার নোভাক জোকোভিচকে পাঁচ সেটের থ্রিলারে পরাজিত করে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জয়ী কার্লোস আলকারাজ। ফাইনালে খেলতে নামা নোভাককে শেষপর্যন্ত ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ পয়েন্টের ব্যবধানে হারালেন ২০ বছরের স্প্যানিশ টেনিস তারকা।

রবিবার তারকাখরিচ গ্যালারির মাঝে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ এবং দু’নম্বর জোকোভিচ। জোকোভিচ যেখানে টেনিস ব্রহ্মাণ্ডের পোড় খাওয়া নক্ষত্র, সেখানে আলকারাজ আশা জাগানো উঠতি তারকা। এই সেয়ানে-সেয়ানে টক্করেই জমে ওঠে ঐতিহ্যশালী উইম্বলডন ওপেন।

জোকোভিচ সেন্টার কোর্টে গত ১০ বছরে ৪৫ ম্যাচ পর কোনো খেলায় হারলেন। উইম্বলডন জেতা আলকারাজ প্রসঙ্গে ম্যাচ শেষে নোভাক বলেন, “দিনটা ভাল গেল না আমার। কার্লোস তুমি দুরন্ত খেলেছো। যে টেনিস তুমি খেলেছো তাতে ট্রফিজয়ের যোগ্য দাবিদার।”

২০২২ সালের মাদ্রিদ মাস্টার্সে প্রথম সাক্ষাতেই জোকোভিচকে হারিয়ে দেন আলকারাজ। পরে চলতি বছরের ফরাসি ওপেনের সেমিফাইনালে আলকারাজকে পরাজিত করে মুখোমুখি লড়াইয়ের হিসাব ১-১ করেন জোকোভিচ। এ বার উইম্বলডনের ফাইনালে তৃতীয় সাক্ষাৎ। শেষ পর্যন্ত হেরেই কোর্ট ছাড়তে হল জোকোভিচকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে