আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ। এই প্রতিযোগিতার আয়োজক ভারত হলেও পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া ‘হাইব্রিড মডেল’ চুক্তির ফলে এই ব্যবস্থা করা হয়েছে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ অক্টোবর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। এরপর ৮ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে অজিরা। ২২ অক্টোবর ইন্দোরে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
পুরো বিশ্বকাপে মোট ২৮টি লিগ ম্যাচ খেলা হবে। এরপর তিনটি নকআউট ম্যাচ। বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বো – এই পাঁচটি শহরে খেলা হবে।
প্রথম সেমিফাইনাল হবে ২৯ অক্টোবর, গুয়াহাটি বা কলম্বোতে। পাকিস্তান যদি শেষ চারে ওঠে, তাহলে সেই ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবর হবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল নির্ধারিত ২ নভেম্বর, বেঙ্গালুরু বা কলম্বোতে।