ভারতের লক্ষ্য ছিল এ বারের বিশ্বকাপে টানা চার ম্যাচে জয়। অন্য দিকে, বাংলাদেশের কাছে এই ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। প্রথমে ব্যাট করে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তিন উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
এ দিন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের মূল কাণ্ডারি বিরাট কোহলি। নিজের ৪৮তম ওডিআই সেঞ্চুরি (৯৭ বলে) করে ফেললেন তিনি। ম্যাচ শেষে অপরাজিত বিরাট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন কেএল রাহুল (৩৪ বলে ৩৪ রান)। পাশাপাশি, নিজের ছন্দে দেখা গেল রোহিত শর্মাকেও (৪০ বলে ৪৮ রান)।
উল্লেখযোগ্য ভাবে, আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপ অভিষেক হয়েছে শুভমন গিলের। সেই ম্যাচে অবশ্য বড় রান আসেনি তাঁর ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতে সতর্ক ব্যাটিং। এরপর বিধ্বংসী। যেন নিখুঁত একটা হাফসেঞ্চুরির ইনিংস। ৫২ বলে ৫০-এ শুভমন। তবে, ৫৫ বলে ৫৩ রান করে মেহেদির বলে আউট হন শুভমন। বাউন্ডারির ধারে দুর্দান্ত ক্যাচ নেন মাহমুদুল্লা।
এর আগে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। এ দিন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ফলে টানা চারটি ম্যাচে অপরাজিত টিম ইন্ডিয়া।