Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হবে মহিলা আইপিএল, জানুন কখন কোথায় দেখবেন - NewsOnly24

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হবে মহিলা আইপিএল, জানুন কখন কোথায় দেখবেন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শনিবার সন্ধেয় নবি মুম্বইয়ে শুরু মহিলা আইপিএলের (ডব্লিউপিএল) প্রথম মরশুম। ক্রিকেট আর বিনোদনের মিশ্রণে ক্রীড়াপ্রেমীদের মন মাতানোর সব উপকরণই থাকছে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমে। ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচে। তবে বাড়তি পাওনা হিসেবে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আজ সন্ধে ৬টা বেজে ২৫ মিনিটে জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হবে ডব্লিউপিএল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কানাডিয়ান পপস্টার এপি ধিল্লোঁ। পারফর্ম করবেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং কৃতী শ্যানন। ৭.৩০টায় হবে টস, ৮টায় শুরু হবে ম্যাচ।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থেকে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্পোর্টস-১৮ নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। এ ছাড়াও ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কউর, ন্যাট সিভার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, যস্তিকা ভাটিয়া, হেথার গ্রাহাম, ইসাবেল ওং, আমনজ্য়োৎ কউর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেইলি ম্যাথিউজ, ক্লোয়ি ট্রিয়ন, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, জিন্তিমনি কালিতা, নীলম বিস্ট।

গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলেই গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলি, অ্যানা সাদারল্যান্ড, হার্লিন দেওয়ল, কিম গার্থ, স্নেহ রানা, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়ারহ্যাম, মানসী যোশি, দয়ালান হেমলতা, মণিকা প্যাটেল, তনুজা কানওয়ার, সুষমা বর্মা, হার্লি গালা, অশ্বনী কুমারী, পারুনিকা সিসোদিয়া, শবনম শাকিল।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি