উইমেন’স প্রিমিয়ার লিগের (WPL) প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মুম্বই যে ব্যবধানে জিতল সেটা মেয়েদের ক্রিকেটে রেকর্ড।
৩০ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেললেন হরমনপ্রীত কৌর। শনিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তাঁর ঝোড়ো ব্যাটিং মন ভরাল ক্রিকেটপ্রেমীদের। মারলেন ১৪টি বাউন্ডারি। প্রধানত তাঁর দাপটেই গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানের রেকর্ড ব্যবধানে হারাল মুম্বই।
টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ২০৭ রান তুলেছিল হরমনপ্রীতের দল। ওপেনার হেলে ম্যাথুজ ৩১ বলে করেন ৪৭। মারেন তিনটি চার ও চারটি ছয়। পাঁচ নম্বরে নামা অ্যামেলিয়া কের ২৪ বলে অপরাজিত থাকেন ৪৫ রানে। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়। তবে ‘ম্যাচের সেরা’ হরমনপ্রীতের ধুমধাড়াক্কার সামনে ম্লান দেখাল বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের নাচ-গানকেও। ২১৬.৬৬ স্ট্রাইক রেটে স্ট্রোকের ফুলঝুরিতে মাতালেন তিনি।
মহিলা ক্রিকেটে ২০৮ রানের টার্গেট কার্যত পাহাড়প্রমাণ। আর সেই বিশাল রানের চাপ সামাল দিতে পারল না গুজরাত। ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনই স্বস্তিতে ছিল না গুজরাত। ক্যাপ্টেন বেথ মুনি (০) হাঁটুর চোটে রিটায়ার্ড হার্ট হন। সেই ধাক্কা কাটানো যায়নি। ১৫.১ ওভারে ৬৪ রানে দাঁড়ি পড়ে ইনিংসে। হেমলতা (অপরাজিত ২৯) ও মনিকা (১০) ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি। মুম্বইয়ের সফলতম বোলার সাইকো ইশাক (৪-১১)।