Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান অস্ট্রেলিয়ার - NewsOnly24

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান অস্ট্রেলিয়ার

বুধবার ট্রেভিস হেডের শতরানে ভর করে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে তুলল ৩২৭ রান।

ইনিংসের চতুর্থ ওভারেই উসমান খোয়াজাকে তুলে অস্ট্রেলিয়াকে দারুণ ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ডেভিড ওয়ার্নারকে (‌৪৩)‌ তুলে নিয়ে লাবুশেনের সঙ্গে জুটি ভাঙেন শার্দূল ঠাকুর। এর পর, মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই মহম্মদ সামির দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন মার্নাস লাবুশেন (‌২৬)‌।

ট্রেভিস হেড প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করে ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেড। ২২টি চার এবং একটি ছক্কা হাঁকান হেড। দিনের শেষে দেড়শো রান থেকে সামান্য দূরে হেড (১৪৬)। তাঁর উল্টো দিকে থাকা স্টিভ স্মিথ একেবারেই ধীর স্থির ভাবে রান করে শতরানের দোরগোড়ায়। ৯৫ রানে অপরাজিত স্মিথ। দ্বিতীয় দিনের শুরুতেই শতরান করে ফেলতে পারেন তিনি। ৯৫ রান তুলতে স্মিথ নিলেন ২২৭টি বল। ১৪টি চার মারেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ এবং হেড ২৫১ রানের জুটি গড়েছেন।

ভারতের জন্য প্রথম দিন প্রাপ্তি টস জেতা। দিনের বাকিটা সময় দাপট অস্ট্রেলিয়ার। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই পরীক্ষায় প্রথম দিন সব দিক থেকেই পাশ করল অজি বাহিনী। চার জোরে বোলার নিয়ে মাঠে নেমেছে ভারত। কিন্তু উমেশ যাদব, শার্দূল ঠাকুরেরা বুঝতেই পারছিলেন না কী ভাবে হেডকে আটকাবেন। শামি এবং সিরাজ মাঝে মধ্যে তাঁকে বিব্রত করলেও ক্রিজ থেকে সরাতে পারেননি। এ দিকে, অশ্বিনকে বসিয়ে রেখে খেলতে নামা কতটা ঠিক সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, অশ্বিনের বদলে যাকে দলে নেওয়া হয়েছে, সেই উমেশ যাদব প্রথম স্পেলে একেবারেই দাগ কাটতে পারেননি।

সবমিলিয়ে, প্রথম দিনের শেষেই বেহাল দশা ভারতীয় দলের। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্ত নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারকে বাদ দিয়েই কেন দল গড়া হল, তা নিয়ে টসের সময়েও প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক রোহিত শর্মা।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি