Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইতিহাস গড়লেন যশস্বী জয়সওয়াল! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য কীর্তি - NewsOnly24

ইতিহাস গড়লেন যশস্বী জয়সওয়াল! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য কীর্তি

ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৩-২৫ চক্রে এমন এক কীর্তি গড়েছেন যা এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার পারেননি। ডব্লিউটিসি-র চলতি চক্রে ভারতের ব্যাটিং তারকা হিসেবে জয়সওয়াল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৪/২৫-এ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

অভিষেক থেকে কৃতিত্ব

২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকের পর থেকে যশস্বী ১৯ টেস্টে ৫২.৮৮ গড়ে ১৭৯৮ রান সংগ্রহ করেছেন। এই টেস্ট চক্রে তিনিই ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি ডব্লিউটিসি ২০২৩-২৫ চক্রে সবক’টি, অর্থাৎ ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

সর্বাধিক ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটাররা (ডব্লিউটিসি ২০২৩-২৫)

১. যশস্বী জয়সওয়াল: ১৯ ম্যাচ
২. রোহিত শর্মা এবং মহম্মদ সিরাজ: ১৭ ম্যাচ
৩. শুভমন গিল: ১৬ ম্যাচ
৪. রবীন্দ্র জাদেজা: ১৫ ম্যাচ

বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৪/২৫-এ সাফল্য

যশস্বী এই সিরিজে ৩৯১ রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম সফর সম্পর্কে তিনি বলেন, “অস্ট্রেলিয়া সফরে অনেক কিছু শিখেছি। যদিও ফলাফল আমাদের প্রত্যাশা মতো হয়নি, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আপনাদের সমর্থন আমাদের কাছে অনেক কিছু।”

ভারতের ডব্লিউটিসি অভিযান থেমে গেল

ভারত এইবারের ডব্লিউটিসি ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে হেরে গিয়ে ফাইনালের দৌড় শেষ হয়। এর আগে, ভারত ডব্লিউটিসি-র প্রথম দুটি সংস্করণের ফাইনালে উঠেছিল, তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়।

এবার ডব্লিউটিসি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে।

Related posts

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত

১১ বছরের সম্পর্কের ইতি! কেকেআর ছাড়ল আন্দ্রে রাসেলকে— মিনি নিলামে রেকর্ড পার্স নিয়ে নামছে নাইটরা