জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার যুবরাজ সিং

ডেস্ক: জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জন্য হরিয়ানায় হিসারের পুলিশ আধিকারিকরা রবিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে গ্রেপ্তার করেন। গত বছর রোহিত শর্মার (Rohit Sharma) ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এসে যুজবেন্দ্র চাহালের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন যুবরাজ। এরপরই তাঁর নামে মামলা দায়ের হয়। সেই মামলাতেই তাঁকে এদিন গ্রেপ্তার করা হয়।


হরিয়ানার হিসার জেলা থেকে জাতি বৈষম্যমূলক মন্তব্যের কারণে যুবরাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। ঝাঁসি শহরে SC-ST আইন মোতাবেক যুবরাজের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। তবে এক বছরের পুরনো এই মামলায় যুবরাজকে সঙ্গে সঙ্গেই জামিন দিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে যুবরাজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুজো মিটতে রাজ্যে কোভিড গ্রাফ উধ্বমুখী, একদিনে আক্রান্ত বাড়ল ৪১%, বাড়ছে মৃতের সংখ্যাও


গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেসনে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন যুবি। জাত-পাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। 

তিনি লিখেছিলেন, ‘আমি আপনাদের একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি কখনই জাতি, বর্ণ, রং এবং লিঙ্গ নিয়ে কখনই কোনও অসম্মানসূচক ইচ্ছাকৃত কথাবার্তা বলতে চাইনি। আমি জনকল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছি। আজও সেই একই কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তিগত জীবনে কোনও অপবাদ চাই না। গৌরব এবং সম্মানের সঙ্গে আমি জীবন কাটাতে চাই।’

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে