প্রয়াত জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক, শোকবিহ্বল ক্রিকেট বিশ্ব

প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক এবং ফাস্ট বোলার হিথ স্ট্রিক। ৪৯ বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানালেন জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার। তাঁর মৃত্যুতে শোকবিহ্বল গোটা ক্রিকেট বিশ্ব।

গত কয়েকবছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তিনি কোলন এবং লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় তাঁর চিকিৎসা করা হচ্ছিল। ২২ আগস্ট তিনি মারা গিয়েছেন।

১৯৯৩ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। ২০০০-২০০৪ সময়কাল পর্যন্ত দেশের হয়ে অধিনায়কত্ব করেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।

জিম্বাবোয়ের হয়ে ১৮৯টি ওয়ান ডে এবং ৬৫টি টেস্টে তিনি প্রতিনিধিত্ব করে ৪৯৩৩ রান এবং ৪৫৫টি উইকেট পেয়েছিলেন তিনি। ১৬ বার চার উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। এ ছাড়াও ৭ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর তিনি জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে