বাবাকে কী খাওয়ালো জিভা? ভাইরাল ভিডিও, বাবা-মেয়ের খুনসুটিতে মাত নেট দুনিয়া

কলকাতা : মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তার। ছোট্ট জিভা, মহেন্দ্র সিংহ ধোনির পাঁচ বছরের কন্যা। মাত্র পাঁচ বছর বয়সেই নেটিজেনদের কাছে বেশ প্রিয় জিভা ধোনি। মাঝে মাঝেই তার মজার ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর এবার বিজ্ঞাপনি দুনিয়াতেও হাতে খড়ির পথে জিভা।

বাবার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবে কন্যা। টিভির পর্দায় বিজ্ঞাপনে দেখা যাবে বাবা-মেয়েকে।

এর আগে বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই স্টেডিয়ামে দেখা যেত ছোট্ট জিভাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও মাহির জনপ্রিয়তা একটুও কমেনি। কিছুদিন আগে স্ত্রী সাক্ষীর সঙ্গেও এক টুথপেস্টের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ধোনিকে। আর এবার একটি বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যাবে বাবা মেয়ে জুটিকে।

ইনস্টাগ্রামে এই বিজ্ঞাপন ইতিমধ্যেই ভাইরাল।প্রথমবার ক্যামেরার সামনে এসেও বাবা মেয়ের খুনসুটি দেখে দর্শকরা ইতিমধ্যেই মুগ্ধ। এই বিজ্ঞাপনে বেশ কয়েকটি ভাষায় বাবার সঙ্গে কথা বলতে শোনা গেছে জিভাকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে