নতুন নির্মাণে বিদ্যুৎ–জল সংযোগে দেওয়া যাবে না,পূর্ব কলকাতা জলাজমিতে বেআইনি নির্মাণে কড়া হাই কোর্ট
পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের মামলায় কড়া নির্দেশ হাই কোর্টের। নতুন কোনও অবৈধ নির্মাণে বিদ্যুৎ বা জল সংযোগ দেওয়া যাবে না। সংরক্ষিত জমির দাগ নম্বর প্রকাশ ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের রিপোর্ট চাইল আদালত।