রাজ্যে ৩৪ লক্ষ মৃত বাসিন্দার আধার নিষ্ক্রিয়? UIDAI–এর তথ্য ঘিরে তোলপাড়, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল
এসআইআর প্রক্রিয়ার মাঝেই UIDAI জানায়— বাংলার প্রায় ৩৪ লক্ষ মৃত বাসিন্দার আধার নিষ্ক্রিয় করা হয়েছে। তৃণমূল দাবি করছে, UIDAI এমন তথ্য সংরক্ষণই করে না। ভোটার তালিকা থেকে পরিকল্পিত নাম বাদ দেওয়ার আশঙ্কায় রাজনৈতিক উত্তাপ চরমে।