শত্রুঘ্নের কাছে হারেও খুশি বাবুল, বললেন বিজেপির মুখে সপাটে থাপ্পর মেরেছে আসানসোল
আসানসোল: ২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপি-র টিকিটে দাঁড়িয়ে জেতা বাবুলকে টপকে গেলেন উপনির্বাচনে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। বাবুলের প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানকে ছাপিয়ে তিন লক্ষের বেশি ভোটে…