ইনিউমারেশন শেষ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা—শুনানির মুখে ২৯ লক্ষ আনম্যাপড ভোটার
রাজ্যে বৃহস্পতিবার শেষ হচ্ছে ইনিউমারেশন পর্ব। ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। ইতিমধ্যেই ডিজিটাইজ হয়েছে ৯৯.৭৫% ফর্ম। রাজ্যে আনম্যাপড ভোটার ২৯ লক্ষ—তাঁদের শুনানিতে হাজির হয়ে পরিচয়পত্র দেখাতে হবে, না হলে নাম বাদ পড়তে পারে। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৭ লক্ষের বেশি নাম।