উচ্চ মাধ্যমিকে চিরাচরিত অ্যাডমিট কার্ডের অবসান: অনলাইনেই মিলবে অ্যাডমিট, স্কুলে প্রিন্ট করে দেওয়া হবে পরীক্ষার্থীদের
উচ্চ মাধ্যমিকে বিশেষ কাগজে ছাপানো অ্যাডমিট কার্ড প্রথার অবসান। এবার থেকে অনলাইনেই অ্যাডমিট ডাউনলোড করে স্কুলের সই-স্ট্যাম্প সহ নেওয়া যাবে। বার্ষিক পরীক্ষার ছাত্রছাত্রীরা আগের মতো অ্যাডমিট পাবেন। সংসদ জানিয়েছে কাগজ ব্যবহারে বড় রদবদল।