বিহারে এনডিএর ফের প্রত্যাবর্তনের ইঙ্গিত, এক্সিট পোল বলছে নীতীশ কুমারের হাতেই মুখ্যমন্ত্রীর কুরসি!
বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। অধিকাংশ সংস্থা জানিয়েছে, ফের নীতীশ কুমারের নেতৃত্বে সরকার গড়তে চলেছে এনডিএ। মহাজোটের ভরাডুবি, প্রশান্ত কিশোরের জন সুরাজের খাতাও প্রায় ফাঁকা।