দুর্গাপুজোর আগে কলকাতায় একসঙ্গে তিন মেট্রো রুট উদ্বোধন, জানুন সময় ও ভাড়া
সবচেয়ে নজরকাড়া অংশ শিয়ালদহ–এসপ্ল্যানেড রুট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জোড়া লাগছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ খণ্ড। মাত্র ২.৬ কিলোমিটারের এই অংশ চালু হলে হাওড়া ও এসপ্ল্যানেড অফিসপাড়া থেকে সরাসরি পৌঁছনো যাবে তথ্যপ্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভে।