‘কুমোরটুলির গল্প’: ৩০০ বছরের ঐতিহ্যকে জীবন্ত করল সমীর সমুর তথ্যচিত্র, ভাষ্যে চিকিৎসক জয়ন্ত গুপ্ত
বিড়লা প্ল্যানেটোরিয়ামে প্রদর্শিত হল সমীর সমু পরিচালিত বাংলা তথ্যচিত্র ‘কুমোরটুলির গল্প’। প্রায় ৩০০ বছরের কুমোরটুলির ইতিহাস তুলে ধরা হয়েছে ডাঃ জয়ন্ত গুপ্তের কণ্ঠে। তথ্যচিত্রটির গবেষণায় ছিলেন ডাঃ রত্না গুপ্ত ও ডাঃ বিপ্লব নন্দী।