অনিয়মের অভিযোগে গ্লেনারিজের পানশালা ৩ মাসের জন্য বন্ধ, ‘গোর্খাল্যান্ড’ নেপথ্যে কি অন্য কারণ?
দার্জিলিঙের ঐতিহ্যবাহী গ্লেনারিজ় রেস্তরাঁর পানশালা অনিয়মের অভিযোগে আবগারি দফতর তিন মাসের জন্য বন্ধ করে দিয়েছে। সেতুর সামনে ‘গোর্খাল্যান্ড’ লেখা নিয়ে আগেই বিতর্কে ছিলেন অজয় এডওয়ার্ড। পানশালা বন্ধ ও সেতু নির্মাণ—দুটো ঘটনাই পাহাড় রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে।