এনুমারেশনের পর্ব শেষলগ্নে: পশ্চিমবঙ্গে ফর্ম বিলি প্রায় শেষ, ডিজিটাইজেশনও ৯৯% ছুঁইছুঁই—দেশে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ
১১ ডিসেম্বর শেষ হচ্ছে এসআইআরের এনুমারেশন ধাপ। নির্বাচন কমিশন জানিয়েছে—পশ্চিমবঙ্গে ৯৯.৯৭% ফর্ম বিলি সম্পূর্ণ, ডিজিটাইজ়েশন ৯৯.৪৩%। মাত্র ২০ হাজার ফর্ম বিলি বাকি। অন্যদিকে দেশে ডিজিটাইজ়েশনে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ।