‘দু’দিন বলে একমাস, তাই মঞ্চ ভাঙা হয়েছে’—সেনার জবাব; ‘ছুপা রুস্তম বিজেপি’—প্রত্যুত্তর মমতার
ধর্মতলায় তৃণমূলের মঞ্চ ভাঙা নিয়ে সেনার ব্যাখ্যা—দু’দিনের অনুমতি ছিল, তাই সরানো হয়েছে। মমতার দাবি, এর নেপথ্যে বিজেপি, রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করা হচ্ছে।