নজরে অস্বাভাবিক ধান বিক্রি : ফড়ে-চক্র রুখতে জেলায় জেলায় অভিযান খাদ্যদপ্তরের
রাজ্যের সরকারি ক্রয়কেন্দ্রে অস্বাভাবিক ধান বিক্রির অভিযোগে কড়া নজরদারি শুরু করেছে খাদ্যদপ্তর। ফড়েদের দৌরাত্ম্য রুখতে জেলাভিত্তিক পরিদর্শনে নেমেছেন প্রধান সচিবসহ আধিকারিকরা। ইতিমধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কিছু জেলায় অতিরিক্ত ধান কেনা হয়েছে।