লোকসঙ্গীতের অনির্বাণ আলো আব্বাসউদ্দীন আহমদ: জন্মের ১২৫ বছরে ফিরে দেখা
আব্বাসউদ্দীন আহমদের জন্মের ১২৫ বছরে তাঁর জীবনদর্শন, লোকসঙ্গীত চর্চা এবং বাংলার সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকার পুনর্নির্মাণ। ভাওয়াইয়া থেকে ভাটিয়ালি—গ্রামবাংলার সুরে যে বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, আজও তা অনুপ্রেরণা।