উত্তুরে হাওয়ার দাপটে জমে গেল বঙ্গ, কল্যাণীতে ১৫°, শ্রীনিকেতনে পারদ নামল ১০ ডিগ্রির ঘরে
উত্তুরে হাওয়ার দাপটে জমে গেল গোটা বাংলা। কলকাতায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.৮ ডিগ্রি। আগামী সাতদিন বড় পরিবর্তন নেই বলে জানাল হাওয়া অফিস। দক্ষিণ ও উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা, কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে।