অন্ধকার সময়সারণি নয় আর! ব্লু লাইন মেট্রোতে নতুন ডিসপ্লে ও অ্যানাউন্সমেন্ট সিস্টেম, খরচ ১৬.১৪ কোটি টাকা
মাসখানেক আগের ঘটনা—আচমকাই কলকাতা মেট্রোর ব্লু লাইনের সমস্ত স্টেশনে অন্ধকার হয়ে যায় ডিসপ্লে বোর্ডগুলি। বন্ধ হয়ে যায় ট্রেনের সময়সারণি। ফলে প্রবল সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। তিন দিন পর ফের চালু হলেও…