ভারত বনধের প্রভাবই পড়েনি বঙ্গে, সতর্কতা জারি নবান্নের
অগ্নিপথ প্রকল্পের প্রকল্পের বিরোধিতায় আজ অর্থাৎ সোমবার বামদলগুলি-সহ একাধিক গণসংগঠন ২৪ ঘন্টার ভারত বনধের ডাক দিয়েছে। যদিও এদিন বাংলায় এই বনধের কোনও প্রভাব পড়েনি বললেই চলে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে কোচবিহার, বরাকর থেকে বনগাঁ সব এলাকায় অনান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।