বিসর্জনের আবেগে কার্নিভাল! জেলায় জেলায় জৌলুস, রবিবার রেড রোডে মহা শোভাযাত্রা
দুর্গাপুজো শেষে জেলায় জেলায় বিসর্জনের কার্নিভাল দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জেলাগুলিতে শোভাযাত্রা, রবিবার রেড রোডে মহা কার্নিভাল, হাজির থাকবেন দেশি-বিদেশি অতিথি ও ইউনেস্কোর সদস্যরা।