আমাদের না হারানো ‘মানিক’ আমাদেরই ‘প্রবোধ’
মানিক বন্দ্যোপাধ্যায়—বাংলা সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায়ের অন্যতম। দারিদ্র্য, ক্ষুধা ও সংগ্রামের মধ্যেও সৃষ্টি করেছিলেন পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা–র মতো অমর সাহিত্য। তাঁর জীবনসংগ্রাম, সাহিত্যদর্শন ও ত্যাগ স্মরণে একটি বিশেষ প্রতিবেদন।